গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টিঅ্যান্ডজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।
সারারাত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলেন। এ কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার পর শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা সোমবার সকালেও। এতে চরম ভোগান্তিতে পড়েন লোকজন। তিন দিন ধরেই সড়কে শত শত যানবাহন আটকে থাকায় চালক ও যাত্রীরা পড়েছেন দুঃসহ যন্ত্রণায়।
এদিকে শ্রমিকেরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন।
এই কারখানার আন্দোলনের জের ধরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ, সেনা সদস্যরা দফায় দফায় চেষ্টা করছেন তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অটল এবং দিনরাত সড়কেই অবস্থান করছেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার সরোয়ার আলম বলেন, তারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন ভাতা পরিশোধ করার চেষ্টা করছেন। একইভাবে শ্রমিকদের অনুরোধ করছেন মহাসড়ক ছেড়ে যাওয়ার জন্য। আশা করা হচ্ছে আজ সোমবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।