ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার

নোয়াখালীর সেনবাগে ফারাবি সুলতানা মিম (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে থানা পুলিশ।রোববার (১০ নভেম্বর)
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৪, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৪, দুপুর ২:২৭ সময়
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে ফারাবি সুলতানা মিম (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে থানা পুলিশ।

রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের রহিম উদ্দিন জমাদার বাড়ীতে ঘটনাটি ঘটে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রহিম উদ্দিন জমাদার বাড়ীর প্রবাসী মো সেলিমের মেয়ে ফারাবি সুলতানা মিম স্থানীয় আয়েশা সিদ্দিকী মাদ্রাসায় অধ্যয়নরত ছিলো। ঘটনার দিন পড়ালেখার জন্য মাতা কুলসুম আক্তার মিমকে  চাপ দেয়। এর পর সে মায়ের উপর অভিমান করে রান্না ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এস আই আব্দুস সালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্বার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, নিহতের মা পড়ালেখার জন্য চাপ দেয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।    
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ