ঢাকা | |

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রদল। বিগত সরকারের শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২১ সময়
ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রদল। বিগত সরকারের শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী ও ছাত্র রাজনীতি কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি করেছে সংগঠনটি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে মিছিলটি শুরু করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানো প্রতিবাদ সমাবেশ করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য- রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও বাংলাদেশের পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গনঅভ্যুথানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিক ভাবে সাহায্য করেছে সেসকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক