চুয়াডাঙ্গায় শহীদ প্রকৌশলী শাহরিয়ার শুভ'র পরিবারকে নগদ অর্থ অনুদান দিল আমরা বিএনপি পরিবার। শনিবার (৯ নভেম্বর) বিকেলে জেলার শংকর চন্দ্রপুর গ্রামে শুভ'র বাড়িতে উপস্থিত হয়ে তার বাবার হাতে নগদ অর্থ অনুদান দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার রউফ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হাসান খান বাবু, সদস্য সচিব শরীফুজ্জামান।
এ সময় জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের চোখে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র আল মিরাজের বাবার হাতেও নগদ অর্থ অনুদান দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহত সকল পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।