জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ' জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় তিন সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ ও সাধারন সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।
(৩ নভেম্বর) এ কমিটি ঘোষণা হলে শনিবার (৯ নভেম্বর) কমিটিকে শপথ পড়ান পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক খাইরুল আহসান মারজান। তিন সদস্যের কমিটির সহ সভাপতি হিসেবে রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোফাচ্ছেল হোসাইন সৈকত।
কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে তিন সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কমিটিতে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। ক্যম্পাসের সুষ্ঠু পরিবেশ ও সকল অপসংস্কৃতি দূর করে ইসলামিক সংস্কৃতিকে সকলের সামনে ফুটিয়ে তুলতে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাবে। অন্যান্য ছাত্রসংগঠনকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর ক্যম্পাস গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এদিকে এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিকে অভিনন্দন।
আল্লাহ রব্বুল আলামীন নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমরা যেন দ্বীনের কল্যানের জন্য সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি সেই তাওফিক আমাদের দান করুন। আমিন।