ঢাকা | |

পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪

পাকিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। এ খবর
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৪, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৪, দুপুর ২:৫৯ সময়
পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪
পাকিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। এ খবর দিয়েছে ডন। শনিবার কোয়েটা সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অপারেশন্স মোহাম্মদ বালুচ সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। তবে তা নিশ্চিত নয়।’

তিনি আরও বলেন, ভিডিও ফুটেছে দেখা যায় ঘটনাস্থলে শতাধিক লোক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, ‘বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। এছাড়া ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক