সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন রাজবাড়ীর সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু। সোমবার (৪ নভেম্বর) দুপুরে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ নূরে আলম।
মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ৯ অক্টোবর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন।
এ বিষয়ে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু বলেন, ছাত্রলীগ নেতা আজিজুল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। বিজ্ঞ আদালত আমাকে খালাস প্রদান করেছেন। মিথ্যা মামলা দিয়ে আমাকে চার বছর হয়রানি করায় আমি আইনের আশ্রয় নেব।