ঢাকা | |

শেখ হাসিনাকে কটূক্তির মামলায় রাজবাড়ীর সাংবাদিক খালাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন রাজবাড়ীর
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৪, সকাল ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৪, সকাল ৮:৫৪ সময়
শেখ হাসিনাকে কটূক্তির মামলায় রাজবাড়ীর সাংবাদিক খালাস ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন রাজবাড়ীর সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু। সোমবার (৪ নভেম্বর) দুপুরে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ নূরে আলম।

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ৯ অক্টোবর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন।

এ বিষয়ে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু বলেন, ছাত্রলীগ নেতা আজিজুল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। বিজ্ঞ আদালত আমাকে খালাস প্রদান করেছেন। মিথ্যা মামলা দিয়ে আমাকে চার বছর হয়রানি করায় আমি আইনের আশ্রয় নেব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক