ঢাকা | |

সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ১০ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দদরবনে বন বিভাগের অভিযানে নবাগত বনদস্যু বাহিনীর কবল থেকে মালপত্রসহ ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে।রোববার বেলা ২টার
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১:১ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১:১ সময়
সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ১০ জেলে উদ্ধার ছবি : সংগৃহীত
পশ্চিম সুন্দদরবনে বন বিভাগের অভিযানে নবাগত বনদস্যু বাহিনীর কবল থেকে মালপত্রসহ ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন ও কদমতলা বনস্টেশন অফিসের যৌথ অভিযানে গহিন সুন্দরবনের তক্তাখালী নামক স্থান হতে ওই ১০ জেলেকে উদ্ধার করা হয়। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবন্ধ ডাকাত দল বন বিভাগকে লক্ষ করে গুলি ছোড়ে। বন বিভাগের সদস্যরা পাল্টা ৫রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ৫সদস্য বিশিষ্ট বনদস্যু বাহিনী মালপত্র ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১রাউন্ড শর্ট গানের গুলি, ১টি সোলার প্যানেল ও ৩টি নৌকা উদ্ধার করে আভিযানিক দল।
 
উদ্ধার হওয়া জেলেরা হলেন-উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে  বলেন, সাম্প্রতিক সুন্দরবনে বন দস্যু বাহিনীর উপস্থিতি জেলেদের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুর কবল থেকে ওই ১০ জেলেকে উদ্ধার করা হয়।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট