ঢাকা | |

পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৪

পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৩২ সময়
পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি : সংগৃহীত
পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সায়েম মাদবরও মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক