ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নাটোরে ১৫ লাখ টাকার অবৈধ সৌঁতিজাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ লাখ টাকার সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। এসময় সোঁতিজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৪, সকাল ৮:৪৯ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৪, সকাল ৮:৪৯ সময়
নাটোরে ১৫ লাখ টাকার অবৈধ সৌঁতিজাল পুড়িয়ে ধ্বংস ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ লাখ টাকার সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। এসময় সোঁতিজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাবগাড়ী, রাবারড্যাম, দুর্গাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযান বাস্তবায়নে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে এবং নদীকে সংকুচিত করে অবৈধভাবে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল কিছু প্রভাবশালী ব্যক্তি।

প্রশাসন খবর পেয়ে অভিযান পরিচালনা করেন। এতে প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান। এসময় ৫টি সোঁতিজাল, ২টি চায়না দুয়ারী জাল, বিভিন্ন অবকাঠামো, অবৈধ স্থাপনাসহ বাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, উপজেলার চাঁচকৈড় বাজারে বিক্রির সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে আত্রাই নদীতে অভিযান চালিয়ে ৫টি সোঁতিজাল, ২টি চায়না দুয়ারী জাল, অবৈধ স্থাপনাসহ বাঁধ অপসারণ করা হয়েছে।

চাঁচকৈড় বাসহাটা নিয়ে এসে ওই সোঁতিজাল ও অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, মৎস্য আইনে অবৈধ সোঁতিজালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে অবৈধ সৌঁতিজাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ