ঢাকা | |

যে কারণে শিক্ষার্থীদের চাপা দিয়েছিল প্রাইভেটকার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় সাতজন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে ৩
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৪, সকাল ৮:২০ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৪, সকাল ৮:২০ সময়
যে কারণে শিক্ষার্থীদের চাপা দিয়েছিল প্রাইভেটকার ছবি : সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় সাতজন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে কিছু শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী ওই গাড়ির নিচে পড়ে। এরপর স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করেন।

এ ঘটনার পর প্রাথমিকভাবে সবাই গাড়ির চালককেই দোষারোপ করেন। তবে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার আগেই চলন্ত প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। যে কারণে চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক মোস্তাফিজুর রহমান (৪৮)।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, প্রাইভেটকার চাপায় কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রথমে চালক মোস্তাফিজুর রহমান পালিয়ে গেলেও পরে তাকে আটক করেছি। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গাড়িটির চালক রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করেন। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, ঘটনার আগে চলন্ত অবস্থায় প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। এতে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে পেছন থেকে শিক্ষার্থীদের ওপর উঠে যায়।

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে গিয়েও গাড়িটির একটি চাকা ফাটা অবস্থায় দেখতে পেয়েছি। এ ছাড়া অন্য কোনো কারণও খুঁজে পাইনি। চালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চালক মোস্তাফিজুর বর্তমানে কারাগারে আছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?