ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ৫ শতাধিক রোহিঙ্গা। এরআগে দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৪, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৪, সকাল ৯:২৩ সময়
ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ৫ শতাধিক রোহিঙ্গা। এরআগে দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে নিয়ে আসা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উখিয়া থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দিবেন বলে দায়িত্বশীল সুত্রে জানা গেছে। অন্যান্য সময়ের চেয়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ- এপিবিএন- সেনাবাহিনীর সম্বনয়ে তিনস্তরের ছিল।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নৌবাহিনীর জাহাজে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এ ব্যাপারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। 

তিনি আরো বলেন, সোমবার বিকাল থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আসতে শুরু করেছে। সেখানে আসা রোহিঙ্গাদের ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

“ এবার ২৪ তম দফায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে। সোমবার মধ্যরাতেই বাস যোগে এসব রোহিঙ্গাদের উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা নিয়ে যাওয়া হবে। “

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল

যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল