কক্সবাজার শহরের জেটিঘাট এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪টি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অস্ত্রব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে৷
সোমবার (২৮ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার রহমত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন৷
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)।
মিডিয়া সেলে পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের ইন্সপেক্টর প্রতুল কুমারের নেত্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম পৌরসভার ৬ নং জেটিঘাট পল্টুনে মহেশখালী হইতে স্পিডবোট যোগে আগত দেলোয়ার হোসেন ও তার স্ত্রী খুরশীদা আক্তারের সাথে থাকা কালো স্কুল ব্যাগ তল্লাশি করে ৩টি দেশীয় পিস্তল ও ১ টি এলজিসহ তাদের আটক করা হয়৷
আটক আসামিদের বরাতে এসপি রহমত উল্লাহ জানান, আটককৃত আসামীদের স্বীকারোক্তি মতে আগ্রেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার৷