সাতক্ষীরার কলারোয়ায় গেটের ছাদ ভেঙ্গে সেটার নিচে চাপা পড়ে এক গৃহবধুর নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। সে দুই পুত্র সন্তানের জননী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ননদের স্বামী শহীদ ড্রাইভার জানান, বাড়ির সীমানা প্রাচীরে নতুন লোহার গেইট লাগানোর জন্য গেটের ওপরে ঢালাই ছাদ দেয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বে বাড়ি ঢোকার সময় গৃহবধূর শরীরের উপর হঠাৎ ছাদ ভেঙ্গে পড়ে। এতে শরীরের মাথার নিচ থেকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি আজম মাহমুদ জানান, ঘটনার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। এখন শুনলাম পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।