ঢাকা | |

সাগরে নিম্নচাপ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে রূপ নিয়েছে। এটি বর্তমানে
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৪, সকাল ৮:৪১ সময়
  • আপডেট সময় : ১৭ অক্টোবর ২০২৪, সকাল ৮:৪১ সময়
সাগরে নিম্নচাপ, যে বার্তা দিল আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে রূপ নিয়েছে। এটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দেশের বেশ কয়েক অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) রাতে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া, আগামী ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে উত্তর তামিল নাডু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত