কক্সবাজারের টেকনাফ থেকে ট্রলারে চেপে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার জন নারী ও একজন শিশু রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে ১২ জন রোহিঙ্গা ও আটজন বাংলাদেশী নাগরিক।
বুধবার (১৬ অক্টোবর) রাত একটার টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় এক নারীসহ তিনজন মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ওসি মোঃ. গিয়াস উদ্দিন জানান, মানবপাচারকারী চক্রের সদস্যদের খপ্পরে পড়ে একদল লোক সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে আসা রোহিঙ্গাসহ ২০ জনকে উদ্ধার ও তিনজন মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।