ঢাকা | |

আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতা করবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৪৯ সময়
আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতা করবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ অক্টোবর) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক