ঢাকা | |

কুতুবদিয়ায় জাহাজে আগুন, ৩১ জনকে জীবিত উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নোঙর করা এলপিজি বহনকারী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ ছাড়াও চারটি অগ্নিনির্বাপনী
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১০:১২ সময়
কুতুবদিয়ায় জাহাজে আগুন, ৩১ জনকে জীবিত উদ্ধার ছবি : সংগৃহীত
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নোঙর করা এলপিজি বহনকারী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ ছাড়াও চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর পর্যন্ত ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুতুবদিয়া পয়েন্টের পশ্চিমে অর্থাৎ কুতুবদিয়া কৈয়ারবিল এলাকার পশ্চিমে নোঙর করা বিএলপিজি সুফিয়া নামে ওই জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর সাগরে নোঙর করা ওই জাহাজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও পোর্টের অগ্নিনির্বাপক দলসমূহ যৌথভাবে কাজ করছে। রোববার ভোর পর্যন্ত ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন