সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভিসাবিহীন ভারতে পারাপার কালে মোছাঃ বিলকিচ আক্তার নামে ১জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) জেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের উত্তর প্রদেশের সুরুজের স্ত্রী এবং সাতক্ষীরা কলারোয়া গৌরবপুর এলাকার মেয়ে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তলুইগাছা বিওপি সীমান্তের কেড়াগাছি নামক স্থান দিয়ে ভারতীয় নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে গমন করবে।
এমন সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থান থেকে ১জন ভারতীয় মহিলাকে আটক করে।
তিনি আরো জানান, তিনি (১ এপ্রিল) ভারত থেকে বাংলাদেশে এসে বাবার বাড়ীতে বসবাস করছিলেন। আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।