ঢাকা | |

সাতক্ষীরা সীমান্ত থেকে ভিসাবিহীন ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভিসাবিহীন ভারতে পারাপার কালে মোছাঃ বিলকিচ আক্তার নামে ১জন ভারতীয় নাগরিককে আটক
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৪, সকাল ৮:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৪, সকাল ৮:১৭ সময়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভিসাবিহীন ভারতীয় নাগরিক আটক ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভিসাবিহীন ভারতে পারাপার কালে মোছাঃ বিলকিচ আক্তার নামে ১জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) জেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের উত্তর প্রদেশের সুরুজের স্ত্রী এবং সাতক্ষীরা কলারোয়া গৌরবপুর এলাকার মেয়ে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তলুইগাছা বিওপি সীমান্তের কেড়াগাছি নামক স্থান দিয়ে ভারতীয় নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে গমন করবে।

এমন সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থান থেকে ১জন ভারতীয় মহিলাকে আটক করে।

তিনি আরো জানান, তিনি (১ এপ্রিল) ভারত থেকে বাংলাদেশে এসে বাবার বাড়ীতে বসবাস করছিলেন। আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক