ঢাকা | |

জাগ্রত চেতনাকে সাম্প্রদায়িক বিভেদ রেখায় বিভক্ত করা যাবে না: রিজভী

জাগ্রত চেতনাকে সাম্প্রদায়িক বিভেদ রেখায় বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির।শনিবার
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৪, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৪, দুপুর ৩:২৫ সময়
জাগ্রত চেতনাকে সাম্প্রদায়িক বিভেদ রেখায় বিভক্ত করা যাবে না: রিজভী ছবি : সংগৃহীত
জাগ্রত চেতনাকে সাম্প্রদায়িক বিভেদ রেখায় বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির।

শনিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকে নাই। আমরা এই উৎসবের বেদিতে দাঁড়িয়ে এখানে একেকজন একেক ধর্মের হতে পারি। কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ মুসলিম কিন্তু আমরা তো একই ভূখণ্ডের ওপরে দাঁড়িয়ে আছি। একই আলো-বাতাসের মধ্যে অবগাহন করি।

তিনি বলেন, যারা বিবাদের বাণী শুনিয়েছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে শুনিয়েছে। আমাদের এই বন্ধনকে নষ্ট করার জন্য বলেছে। হাজার বছর ধরে আমরা একসঙ্গে এদেশে বাস করছি। বৌদ্ধদের আমল, হিন্দুদের আমল, মুসলমানদের আমল। বিভিন্ন আমল থাকতে পারে কিন্তু এই উৎসবের কোনো আমল ছিল না। ছিল মহামিলনের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণ যাতে কেউ বিনষ্ট না করতে পারে সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আজ সবাই একসঙ্গে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এই দুর্গাপূজার উৎসবকে আরও বেশি উন্মুক্ত আরও বেশি প্রাণের তোলায় উদ্বেলিত করার জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে পাহারা দিচ্ছে। যাতে কোনো কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত