দংশনের পর পিটিয়ে মারা সাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুদ্দুস খান (৫৫) নামে এক কৃষক।
চিকিৎসকরা সাপটিকে 'রাসেলস ভাইপার চিহ্নিত করে রোগীকে অ্যান্টিভেনম দিয়েছেন। কুদ্দুস ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের বাসিন্দা। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
ভুক্তভোগী কুদ্দুস খান জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতি নদীতে মাছ ধরতে যান। এ সময় তার বাম পায়ে সাপে কামড় দেয়। তখন কাছে থাকা মাছ ধরার কোচ দিয়ে আঘাত করলে সাপটি মারা যায়। পরে পাশের পটোল ক্ষেত থেকে দড়ি নিয়ে পা বেঁধে দেন। পরে মৃত সাপটি সাথে নিয়ে বাড়ি ফেরেন। পরিবারের লোকজন রাত সাড়ে ৩ টার দিকে কুদ্দুসকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় তার সাপটি তাদের সাথে ছিলো।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদুল করিম জানান, মৃত সাপটি রাসেলস ভাইপার হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোগী কুদ্দুসকে অ্যান্টিভেনাম দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।