ঢাকা | |

অনুদান ও আইনশৃঙ্খলা সুরক্ষায় ড্রোন ব্যবহারের আশ্বাস দিলেন সেনাবাহিনী

রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ৫৬ বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল এর
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ৩:১৮ সময়
অনুদান ও আইনশৃঙ্খলা সুরক্ষায় ড্রোন ব্যবহারের আশ্বাস দিলেন সেনাবাহিনী ছবি : সংগৃহীত
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ৫৬ বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল এর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় রাজস্থলী বাজার শ্রী শ্রী হরি মন্দিরের পূজা মন্ডপে অনুদান প্রদান করেছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফারহান আবরার কবির।

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে গিয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি মিঠুন চন্দ্র দে ও সাধারণ সম্পাদক রুপন দাস এর হাতে অনুদান প্রদান করেন। অনুদান প্রদান কালে ক্যাম্প কমান্ডার মাননীয় জোন কমান্ডারের নির্দেশে বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে জন্য কাপ্তাই উপজেলায় অবস্থিত প্রতিটি পূজা মন্ডপে প্রতিদিন সেনাবাহিনীর টহল রয়েছে। সাথে আইনশৃঙ্খলা সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগে ড্রোনের মাধ্যমে পুঁজার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানান। তিনি আরো বলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশে সেনাবাহিনী সর্বদা সজাগ রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা