শ্রীমঙ্গলে একটি ট্রান্সপোর্ট এজেন্সী থেকে প্রায় ৩৬ লাখ টাকা মুল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা এসব পণ্য ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ঢাকা ও নরসিংদী পাঠানো হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে সোমবার (৮ অক্টোবর) রাতে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এজেআর ট্রান্সপোর্ট এজেন্সীর অফিস থেকে ২৪০০ পিস মোবাইলের এলসিডি ডিসপ্লে জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের হয়েছে।