ঢাকা | |

শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকার ভারতীয় পন্য উদ্ধার

শ্রীমঙ্গলে একটি ট্রান্সপোর্ট এজেন্সী থেকে প্রায় ৩৬ লাখ টাকা মুল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।ভারত থেকে
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৫ সময়
শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকার ভারতীয় পন্য উদ্ধার ছবি : সংগৃহীত
শ্রীমঙ্গলে একটি ট্রান্সপোর্ট এজেন্সী থেকে প্রায় ৩৬ লাখ টাকা মুল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা এসব পণ্য ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ঢাকা ও নরসিংদী পাঠানো হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। 

শ্রীমঙ্গল পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে সোমবার (৮ অক্টোবর) রাতে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এজেআর ট্রান্সপোর্ট এজেন্সীর অফিস থেকে ২৪০০ পিস মোবাইলের এলসিডি ডিসপ্লে জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট