ঢাকা | |

পঞ্চগড়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় আটক পাঁচ বাংলাদেশি

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার রাতে জেলার বোদা উপজেলার
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৪১ সময়
পঞ্চগড়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় আটক পাঁচ বাংলাদেশি
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার রাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

আটকরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) ও কল্যাণ রায় (২৪)।

বিজিবি জানায়, মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত