পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার রাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
আটকরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) ও কল্যাণ রায় (২৪)।
বিজিবি জানায়, মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।