ঢাকা | |

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মাহফুজ আলম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
  • আপলোড সময় : ৬ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ৬ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৫১ সময়
ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মাহফুজ আলম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

মাহফুজ বলেন, সরকারের বয়স মাত্র দুই মাস এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কার কাজ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অগ্রাধিকার দিয়েছে সরকার। তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে ফ্যাসিস্টের সহযোগী এবং গণহত্যার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পস্ট, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও বলেন, তারপর সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাবে এবং সাধারণ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবে। আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলবে বলেও জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সুপারিশ অনুযায়ী আরও সংস্কার কমিশন গঠন করা হবে বলে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন জানান প্রেস সচিব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?