যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। উত্তর আমেরিকার এই দেশটির আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে গণগোলাগুলির পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামার বার্মিংহামে বন্দুকধারীর গণগুলিতে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ‘একাধিক বন্দুকধারী একদল লোকের উপর গুলিবর্ষণ করে।’
পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় বলেও জানান তিনি।