ঢাকা | |

রাষ্ট্রপতির নাগরিকত্বের বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অত্যন্ত ‘স্পর্শকাতার’। এটি রাষ্ট্রপতির
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৯:২৯ সময়
রাষ্ট্রপতির নাগরিকত্বের বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অত্যন্ত ‘স্পর্শকাতার’। এটি রাষ্ট্রপতির বিষয় এবং এ জাতীয় জল্পনা-কল্পনার বিষয়ে তার কিছু বলার নেই। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়।

উপদেষ্টা বলেন, অনুমানের ভিত্তিতে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য চাইবেন না। ‘আমি কিছু বলতে পারব না।’ তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এর সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে তা হবে শেষ পর্যায়ে।

তৌহিদ হোসেন বলেন, ‘কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এর একটি আইনগত দিক রয়েছে এবং রাষ্ট্রপতির নিজস্ব বিষয় রয়েছে। এটা আমার কাজ নয়।’এ বিষয়ে আরও চাপ দেওয়া হলে উপদেষ্টা সাংবাদিকদের আইন উপদেষ্টার সঙ্গে কথা বলতে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত