ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, স্থানীয় জনগণ তাকে ধরে বিজিবিকে সোপর্দ করার পর সিলেট বিজিবির সেক্টর সদরে নিয়ে যাওয়া হয় তাকে। ভারতে পালিয়ে যাচ্ছিলেন তিনি বলেও জানা গেছে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।