ঢাকা | |

পাচার হওয়া টাকা ফেরত আনতে চান প্রধান উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায়
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৪, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৪, সকাল ৯:৩৫ সময়
পাচার হওয়া টাকা ফেরত আনতে চান প্রধান উপদেষ্টা
দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
 
সাক্ষাতের সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চান তিনি।জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি আছেন। তারা ব্রিটিশ সমাজের একটি অংশ। পরে ড. ইউনূস আরও বলেন, যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন, সেখানে ফেল করার কোনো সুযোগ নেই। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত