দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার মাঠে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। সাদা পোষাকের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। দীর্ঘ চার বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিছুদিন ধরে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) মাঠে নামবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১১:৩০ মিনিটে।
টেস্ট মর্যাদা পাওয়ার এক বছরের মাথায় ২০০১ সালে প্রথম পাকিস্তান সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক টুর্নামেন্টসহ হিসাব করলে বাংলাদেশ জাতীয় দলের এটি সপ্তম পাকিস্তান সফর।
পাকিস্তান সফরে বাংলাদেশের পরিসংখ্যানটা অবশ্য ভুলে থাকার মতোই, ২৫ ম্যাচে য মাত্র দুটি জয়। তবুও তা স্বাগতিকদের বিপক্ষে নয়। আফগানিস্তান ও আরব আমিরাতের সাথে, এশিয়া কাপের ম্যাচে।
সব মিলিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এখনো অপরাজিত। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার একটাতেও নেই জয়, ২০ টিতেই হেরেছে বাংলাদেশ।
আর ঘরের মাঠে বা বাহিরে, সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ। যদিও একটি ঐতিহাসিক ড্র আছে। তবে নেই কোনো জয়। মুখোমুখি দেখায় ১২টিতেই হেরেছে বাংলাদেশ।
তবে এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দাবী, ‘এটা কেবলই একটা রেকর্ড, যা পরিবর্তন করা যায়। যদিও সহজ হবে না। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে ভালো করতে পারেনি। নয় দলের লড়াইয়ে নয়ে থেকে শেষ করেছিল। এবারের চক্রে শুরুটা ভালো হলেও পথ হারায় বাংলাদেশ। এখন অবস্থান করছে ৮ নম্বরে। যদিও এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা শান্তর।
তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো হয়নি। এবার পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার সুযোগ আছে।’