বাংলাদেশের-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সংস্কার কাজের জন্য বাধ্য হয়ে ২১শে আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি করাচি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩০শে আগস্ট দ্বিতীয় টেস্ট এই মাঠেই হওয়ার কথা ছিল। ফলে এখন দুটি ম্যাচই একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
আগামী বছরের শুরুতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর। এর আগে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। প্রথমে জানানো হয়েছিল, করাচিতে সংস্কার কাজের জন্য দর্শক ছাড়া হবে ম্যাচটি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিই সরিয়ে নেওয়া হলো। এ প্রসঙ্গে এক বিবৃতিতে পিসিবি জানায়, বিশেষজ্ঞরা জানিয়েছে, সংস্কার কাজে অতিরিক্ত শব্দ থাকবে যেটা মাঠে খেলোয়াড়দের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, সংস্কার কাজের ধুলো খেলোয়াড়, কর্মকর্তা ও সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
একই সঙ্গে সংস্কার কাজেও ব্যাঘাত ঘটাতে চায় না পিসিবি। কারণ আগামী বছরের ১৯শে ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আগে সময়মতো এই কাজ শেষ করতে চায় তারা।
ভেন্যু পরিবর্তনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলেছে পিসিবি।
আগামী অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষেও পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ আছে করাচিতে। সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে স্থাপত্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পিসিবি। এ প্রসঙ্গে একই বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে আমরা এ নিয়ে অনুমান করতে চাই না কি হবে। তবে আমরা স্থাপত্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখে যাবো এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও সঠিক সময়ে জানিয়ে দেবো।’