ঢাকা | |

হাসিনার আগেই পালিয়েছে, জানা গেলো কোথায় আছে ওবায়দুল কাদের?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৪, সকাল ৮:৪১ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৪, সকাল ৮:৪১ সময়
হাসিনার আগেই পালিয়েছে, জানা গেলো কোথায় আছে ওবায়দুল কাদের? ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে কোথায় যাবেন তা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। জানা গেছে, কোন দেশই তাকে ভিসা দিতে রাজি হচ্ছে না ।

এদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়। জানা গেছে, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের।

সূত্র মতে, শনিবার (৩ আগষ্ট) বিকাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে।

গত শনিবার (৩ আগষ্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। রোববার (৪ আগষ্ট) তাকে কোথাও দেখা যায়নি।

সূত্র বলছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার (৪ আগষ্ট) রাতে দেশত্যাগ করেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক