ঢাকা | |

বিজিবির নিরাপত্তায় পঞ্চগড়ে স্বাভাবিক কর্মস্থলে ফিরছে পুলিশ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড়ের দুটি থানার কার্যক্রম স্বাভাবিক হতে চলেছে। শনিবার (১০ আগস্ট)
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৪, সকাল ৮:২৮ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৪, সকাল ৮:২৮ সময়
বিজিবির নিরাপত্তায় পঞ্চগড়ে স্বাভাবিক কর্মস্থলে ফিরছে পুলিশ ছবি : সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড়ের দুটি থানার কার্যক্রম স্বাভাবিক হতে চলেছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার তেঁতুলিয়া ও আটোয়ারী থানার স্বাভাবিক কার্যক্রম চালূ করতে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে সাথে নিয়ে এ কার্যক্রম চালুর সহযোগিতা করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক।

সকাল থেকেই কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি করছিলেন তেঁতুলিয়া মডেল থানার পুলিশের সাধারণ সদস্যরা। এই পুলিশ সদস্যরা বলছেন, এখানে আমরা সবাই কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। আমরা কারও শত্রু বা প্রতিপক্ষ না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হই। তাই আমরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছি।

দুপুর ১২টার দিকে ১৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জিয়াউল হক পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে নিয়ে তেঁতুলিয়া মডেল থানায় এসে বিক্ষোভরত পুলিশ সদস্যের সাথে কথা বলেন। দীর্ঘক্ষণ আলোচনা করেন।

বিজিবি জানায়, চলমান পরিস্থিতির কারণে সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশপাশের জনপদসহ সীমান্তবর্তী থানাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। থানাগুলোয় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকান্ড প্রতিরোধে সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে বিজিবির জরুরী মোবাইল সেবা চালু করেছে।

পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জিয়াউল হক বলেন, পুলিশ তার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুক। বিজিবি সীমান্তবর্তী এলাকায় সকল কাজকর্মে এবং স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে সর্বত্র সহায়তা করবে। আমরা নিশ্চিত করেছি সকলের সাথে কথা বলে এবং তারা আশস্ত হয়েছে। ইনশাআল্লাহ খুব তারাতারি আমরা পুলিশকে তাদের স্বাভাবিক কাজকর্মে দেখবো।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পুলিশকে একাত্ববদ্ধতা করা ও পুলিশকে সাধারণ কাজকর্মে ফেরত যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা এই কাজগুলো আমরা সবখানেই করি। গতকাল রাতে সদর ও বোদা থানায় করা হয়েছে।

আটোয়ারী ও দেবীগঞ্জ থানায় ও পুলিশ লাইনসে যাওয়া হবে। যেহেতু আমি পুলিশের লিডার (সুপার) হিসেবে নেতৃত্ব দেই, তাই আমার উপর সবার আস্থা রয়েছে।

তিনি আরও বলেন, এখন কথা হচ্ছে যে জাস্টিস। সমস্ত লেভেলে জাস্টিস নিশ্চিত করতে হবে। জাস্টিস, ন্যায় বিচার করতে হবে। সমস্ত সাধারণ মানুষ ও সমস্ত সরকারি দপ্তর এবং বাংলাদেশের পুলিশের সাথে যে আজকে যে অকারণে না বুঝে ইমোশনালি সাধারণ পুলিশ যারা কোন অন্যায় করেনি।

কিছু অপরিচ্ছন্ন, অপেশাদার পুলিশ এমনটি করেছে। এ কারণে সাধারণভাবে আমাদের উপর ইনজাস্টিজ করা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের প্রতি যে বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক