কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের বিজয় ধরে রাখুক, দেশে ঘুষ দূর্নীতি সমাজ প্রতিষ্ঠা হোক এটাই প্রত্যাশা করি। আজ রাত সাড়ে নয়টার টাঙ্গাইলে নিজ বাসভবনে প্রেসব্রিফিং এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন দেশটা আওয়ামীলীগ, বিএনপি বা জামাতে ইসলামের না। দেশ ১৮ কোটি মানুষের। গতকাল অন্তরর্বতীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস। তাকে যদি আগেই দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হতো তাহলে দেশটা আরো উন্নতি হতো।
এসময় তিনি পুলিশকে উদ্দেশ্য করেন বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোন দল বা গোষ্ঠীর হয়ে কাজ করবেননা। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। তানা হলে বিপদে পরবেন। আগামী ১৫ আগষ্ট সরকারীভাবে পালিত হবে নাকি অন্যভাবে পালিত হবে জানতে চান কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধুর ষ্ট্যাচু ও ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙ্গে ফেলে মুক্তিযুদ্ধকে অসন্মান করা হয়েছে। বঙ্গবন্ধুকে অসন্মান করা হয়েছে।