ঢাকা | |

কর্মবিরতিতে মেট্রোরেলের কর্মচারীরা, চলাচল নিয়ে নতুন শঙ্কা

যানজটের নগরী ঢাকার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মেট্রোরেল। তবে দুবৃর্ত্তদের তাণ্ডবে সাময়িকভাবে সেই আশীর্বাদ থেকে আপাতত বঞ্চিত
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:৩০ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:৩০ সময়
কর্মবিরতিতে মেট্রোরেলের কর্মচারীরা, চলাচল নিয়ে নতুন শঙ্কা ছবি : সংগৃহীত
যানজটের নগরী ঢাকার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মেট্রোরেল। তবে দুবৃর্ত্তদের তাণ্ডবে সাময়িকভাবে সেই আশীর্বাদ থেকে আপাতত বঞ্চিত নগরবাসী।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল।

আর এই প্রেক্ষাপটে ২০ জুলাই সকালে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমডিসিএল)।

এদিকে, ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনটি মেরমাত করতে অন্তত এক বছর সময় লেগে যাবে। অর্থাৎ মেট্রোরেল চলাচল বন্ধের সিদ্ধান্ত যেকোনো সময় প্রত্যাহার করে নেওয়া হলেও এই দুটি স্টেশনের যাত্রীদের ভোগান্তি পোহাতো হবে দীর্ঘ সময়।

আর এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমডিসিএল) ১০ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কোম্পানিটির কর্মচারীরা পাঁচটি দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করেন।

তাদের দাবিগুলো হলো:

১। বৈষম্যহীন বেতন কাঠামো অর্থাৎ সকল গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

২। সরকারি যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে।

৩। অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সাথে সমন্বয় করে প্রমোশন ব্যবস্থা চালুকরণ ও সকল ধরনের ভাতাদি সম্মিলিত সার্ভিসরুল প্রদান করতে হবে।

৪। শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানির যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ করতে হবে।

৫। স্টেশন ও ডিপোসহ সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে।

মেট্রোরেলের কর্মচারীরা বলছেন, তাদের মধ্যে দাবিগুলো নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। আজ তারা আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি ঘোষণা করলো।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক। তবে কর্মচারীদের কর্মবিরতির ঘোষণায় মেট্রোরেল চলাচল নিয়ে নতুন শঙ্কা তৈরি হলো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা