ঢাকা | |

অ্যাডভোকেট আসাদুজ্জামান নতুন অ্যাটর্নি জেনারেল

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি গতকাল পদত্যাগ করা এ
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:২৮ সময়
অ্যাডভোকেট আসাদুজ্জামান নতুন অ্যাটর্নি জেনারেল ছবি : সংগৃহীত
দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি গতকাল পদত্যাগ করা এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এই বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক