ঢাকা | |

হানিয়া হত্যায় ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী: ওআইসি

ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে “জঘন্য” হত্যার জন্য ইসরায়েলকে “সম্পূর্ণ দায়ী” করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
হানিয়া হত্যায় ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী: ওআইসি ছবি : সংগৃহীত
ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে “জঘন্য” হত্যার জন্য ইসরায়েলকে “সম্পূর্ণ দায়ী” করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বুধবার ৫৭ সদস্যের এই সংস্থাটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করছে ওআইসি। এছাড়া এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করেছে সংস্থাটি।

এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েল এই হামলায় জড়িত থাকা বা না থাকার বিষয়ে কিছুই বলেনি। এছাড়া হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস।

ওআইসির বর্তমান চেয়ারম্যান গাম্বিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন, ইসমাইল হানিয়ার এই জঘন্য হত্যাকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধ এই অঞ্চলকে আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে এই আগ্রাসন এবং দেশটির ভূখণ্ডে একজন রাজনৈতিক নেতাকে হত্যার এমন কাজকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। এই জঘন্য কাজটি শুধুমাত্র বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে কাজ করবে যা সম্ভাব্যভাবে সমগ্র অঞ্চলকে বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক