ঢাকা | |

জীবন্ত কিংবদন্তি ড. ইউনুস আমাদের অহংকার: জি এম কাদের

জীবন্ত কিংবদন্তি ড. মুহাম্মদ ইউনুস আমাদের অহংকারের ধন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।রাষ্ট্রপতির সাথে শিক্ষক
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৪, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৪, দুপুর ৩:১৩ সময়
জীবন্ত কিংবদন্তি ড. ইউনুস আমাদের অহংকার: জি এম কাদের ছবি : সংগৃহীত
জীবন্ত কিংবদন্তি ড. মুহাম্মদ ইউনুস আমাদের অহংকারের ধন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রাষ্ট্রপতির সাথে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনুসের নাম চুড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ড. ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। নোবেল বিজয়ী বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনুসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

কাদের বলেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনুস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারনা প্রবর্তন করেছেন তা সারা বিশে^র সামনে এক অনন্য মডেল। বিশ^বাসীর কল্যানে ড. ইউনুসের প্রতিটি কর্মকান্ড ঈর্ষনীয় সাফল্য পেয়েছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনুসের বিকল্প হয়না। ড. ইউনুসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনুস সফল হবেন । তাঁর নেতৃত্বেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি অত্যান্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতংকিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতংক থাকবে কেন? দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস

শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস