ঢাকা | |

শাহবাগে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে

রাজধানীর শাহবাগ মোড় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হাসপাতালের ভেতর
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ১২:০ সময়
শাহবাগে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে
রাজধানীর শাহবাগ মোড় ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হাসপাতালের ভেতর থেকে ছাত্রলীগের একটি অংশ ও বাইরে থেকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করছে। হাসপাতালের ২ নম্বর ফটক ভেঙে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এক পর্যায়ে হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সসহ অন্তত ২০টি প্রাইভেটকার-মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

সকাল সাড়ে ১০টা বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভকারীরা।সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরে তাদের ধাওয়া করলে তারা হাসপাতাল চত্বরে ঢুকে পরে এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে।

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস

শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস