ঢাকা | |

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজ উধাও

খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজ। শুক্রবার রাত থেকে তার ভেরিফায়েড ওই
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৪, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৪, দুপুর ৩:১৫ সময়
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজ উধাও

খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজ। শুক্রবার রাত থেকে তার ভেরিফায়েড ওই ফেসবুক পেজটি আর দেখা যাচ্ছে না।

সাদ্দাম হোসেনের ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করেছে বলে দাবি করেছেসাইবার ফোর্স – We Fight For Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ। এক ফেসবুক পোস্টে তারা দাবি করে, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি Hussain Saddam এর ভেরিফায়েড 629K Followers এর পেজটি ফেসবুক থেকে নিস্ক্রিয় করা হলো।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ফেসবুকে সার্চ দিয়েও সাদ্দাম হোসেনের ফেজবুক পেজটি পাওয়া যায়নি। বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন সারাদেশে মাঠে নেমেছে, এর মাঝেই ছাত্রলীগ সভাপতির পেজটি গায়েব হওয়ার ঘটনা ঘটলো। তবে, ঘোষণা দিয়ে এর দায় নিয়েছেসাইবার ফোর্স – We Fight For Bangladesh’

এর আগে, গত ১৪ জুন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল হয়ে যায়। যদিও পরদিনই সেটি আবার উদ্ধার করে ছাত্র সংগঠনটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস

শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস