ঢাকা | |

শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন জুনাইদ আহমেদ পলক

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন জুনাইদ আহমেদ পলক
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কোনো ভুল বা ব্যর্থতা হলে তার দায় তাদের এবং এ জন্য শেখ হাসিনাকে ‘ভুল না বুঝতে’ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সতর্ক করে ইরাক, সিরিয়া, মিশরের পরিণতির কথাও তুলে ধরেছেন প্রতিমন্ত্রী, বলেছেন, শেখ হাসিনা নিরাপদ না থাকলে বাংলাদেশও অনিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের অবস্থা এসব দেশের মত হয়ে যাবে।

জাতীয় শোক দিবস স্মরণে শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে পলক এসব কথা বলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বিষয়ে ‘কঠোর সিদ্ধান্তের’ বদলে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়ার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী।

সরকার ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি এই ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিয়েছেন। বলেন, “আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ, এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”

পলক বলেন, “আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে… যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যে কোনো শাস্তি অথবা যে কোনো সিদ্ধান্ত দেয়, সেটা আমি মাথা পেতে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি।

“ইন্টারনেট ব্যাহত হওয়া, সোশাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছুর দায়, দায়িত্ব এবং ব্যর্থতার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি।”ভুল আর কর্তব্যে অবহেলা হলে শাস্তি ভোগ করতে প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, “যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক