ব্রিটেনে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন আল মোজাহিরোন পরিচালনার দায়ে কট্টরপন্থী ইসলামি নেতা পাকিস্তানি বংশোদ্ভূত আনজাম চৌধুরীকে ২৮ বছরের জেল দন্ড দিয়েছে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট।
সাজার মেয়াদ ঘোষণা করে বিচারক বলেছেন, আনজাম চৌধুরীর একদম সম্মুখে এবং কেন্দ্র থেকে ব্রিটেনে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনটি পরিচালনা করেছেন।
আদালতে জানানো হয়, আল মোজাহিরোন পরিচানার পাশাপাশি দ্যা ইসলামিক থিঙ্কার্স সোসাইটি নামে একটি উগ্রবাদী সংগঠনকে সমর্থন করার জন্য এর অনলাইন মাধ্যমে লেকচার দিতেন তিনি।
মেট পুলিশ, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং রয়েল কানাডা মাউন্টেড পুলিশের যৌথ তদন্তে আনজাম চৌধুরীর বিরুদ্ধে কট্টর উগ্রবাদে উৎসাহিত করার পাওয়া প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানানো হয়েছে। গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আনজাম চৌধুরীকে ২৮ বছরের জেল দন্ড দিয়েছেন আদালত। এরমধ্যে দু’বছর ধরে তিনি জেলে আছেন। তাকে আরো ২৬ বছর জেল খাটতে হবে। দন্ড ভোগ করে জেল থেকে বের হতে হতে তার ৮৪ বছর হয়ে যাবে বলেও আদালত জানিয়েছেন।