ঢাকা | |

প্রভাসের বিপরীতে পাকিস্তানি নায়িকা, বলিউডে হইচই

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস সম্প্রতি তার ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির সাফল্য উপভোগ করছেন। সম্প্রতি, শোনা যাচ্ছে
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৪, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৪, দুপুর ৩:২ সময়
প্রভাসের বিপরীতে পাকিস্তানি নায়িকা, বলিউডে হইচই ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস সম্প্রতি তার ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির সাফল্য উপভোগ করছেন। সম্প্রতি, শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে অভিনেত্রী হবেন প্রতিবেশী দেশের এক অভিনেত্রী। পাকিস্তানি অভিনেত্রী সজল আলির কথা বলা হচ্ছে। এমনটাও দাবি করা হচ্ছে, তিনি প্রভাসের সঙ্গে বলিউডে কামব্যাক করতে চলেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী সজল।  প্রভাসের নতুন ছবি ‘ফৌজি’র নায়িকা। তাদের নিয়ে রোমান্টিক সিনেমা বানাবেন নির্মাতা হানু রাঘবপুরি। ঐতিহাসিক গল্পের এ ছবিতে তুলে ধরা হবে ভারত স্বাধীন হওয়ার আগের ঘটনা। সম্প্রতি ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

মাঝে সজলের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বলিউডে হইচই শুরু হয়ে যায়। শাহরুখের ছেলে আরিয়ানের একটি সাদা টিশার্ট পরা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন সজল, সঙ্গে লাল হার্ট ইমোজি। সেটার সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন শাহরুখ ও আনুশকা শর্মার ‘হাওয়ায়ে’ গানটি। সেটা দেখে নেটিজেনরা ধরে নেন শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রেম পড়েছেন সজল।

সজল পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এক পর্বের একটি নাটকে কাজ করতে তিনি নেন এক লাখ রুপি। চলতি বছর তার আয় এখন পর্যন্ত প্রায় ৯৪ কোটি টাকা। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেখানে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় দেখা গেছে তাকে। এ ছাড়া শেখর কাপুর পরিচালিত বলিউডের ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। দুবছর পর ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। পাকিস্তানে তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে ‘সিন-ই-আহান’, ‘ইশক-ই-লা’, ‘ইয়ে দিল মেরা’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪

পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪