ঢাকা | |

মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিপক্ষের ম্যাচ ঘিরে তাই বাড়তি উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে। তারা অপেক্ষায়
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৪, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৪, সকাল ৯:৫৩ সময়
মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিপক্ষের ম্যাচ ঘিরে তাই বাড়তি উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে। তারা অপেক্ষায় থাকেন এই দুই দলের মাঠে লড়াই উপভোগের। এবার ভক্তদের জন্য সুখবর থাকছে।

মৌসুম শুরুর আগেই দেখা মিলবে এল ক্লাসিকোর। নতুন মৌসুম শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে বার্সার।

ইতোমধ্যেই এই তিন ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বাংলাদেশ সময় রোববার (৩ আগস্ট) ভোরে নিউজার্সিতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

তার আগে মঙ্গলবার (৩০ আগস্ট) ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচে ৭ আগস্ট (ভোরে) বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে খেলবে বার্সা।

এদিকে, মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদও। আগামী বুধবার ইতালির ক্লাব মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর শনিবার খেলবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। ৬ আগস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪

পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৪