ঢাকা | |

চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি মোবাইল ডাটা প্যাকেজ

ফের চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ। দেশের মোবাইল অপারেটর কোম্পানির সিমে ফের চালু হচ্ছে
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৪, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৪, দুপুর ৪:১ সময়
চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি মোবাইল ডাটা প্যাকেজ ছবি : সংগৃহীত
ফের চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ। দেশের মোবাইল অপারেটর কোম্পানির সিমে ফের চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ। শিগগিরই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন নির্দেশনা দেওয়া হবে। 

সোমবার (২৯ জুলাই) বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত, বিটিআরসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে মোবাইল সিম সংযোগ সংখ্যা প্রায় ১৯ কোটি ২২ লাখ। এর মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৪৭ লাখ। মোবাইল ডেনসিটি ১০৮ দশমিক ৪১ শতাংশ এবং ইন্টারনেট ডেনসিটি রয়েছে ৭৫ দশমিক ৭৪ শতাংশ। আর মার্চ ২০২৪ সাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্যান্ডউইথ তথা ডাটার ব্যবহার হয়েছে ৫ হাজার ৯১২ জিবিপিএস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?