ঢাকা | |

‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার' স্লোগান, মধ্যরাতে উত্তপ্ত ঢাবি

প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার' স্লোগান দিয়ে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ১০:১৩ সময়
‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার' স্লোগান, মধ্যরাতে উত্তপ্ত ঢাবি ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার' স্লোগান দিয়ে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হলের গেটের তালা ভেঙে বেরিয়ে পড়েন নারী শিক্ষার্থীরা। যোগ দেন মিছিলে।

গত রবিবার (১৪ জুলাই) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হলসহ কয়েকটি হলের শিক্ষার্থীদের এই স্লোগান দিতে দেখা যায়। পরে সাড়ে ১০টার দিকে ছেলেদের হল থেকে মিছিল বের করেন কয়েকজন শিক্ষার্থী।

পরবর্তীতে রাত ১১টার দিকে হল থেকে মিছিল বের করেন রোকেয়া হলের ছাত্রীরা। রাত ১০টার পর হল বন্ধ হয়ে যাওয়ায় ১৫ মিনিটের চেষ্টায় গেটের তালা ভেঙে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান শিক্ষার্থীরা।  পরে তাদের সঙ্গে কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হলের শিক্ষার্থীও যোগ দেন

এসময় শিক্ষার্থীরা— 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোটা না মেধা, মেধা মেধা, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগান দেন, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে স্লোগান দেন।

এদিকে ছেলেদের বিজয় একাত্তর হলসহ কয়েকটি হলে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গনমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদেরকে জোর করে আটকে রাখা হয়েছে। তাদেরকে বের করতে গেলে আমাকেও আঘাত করেন তারা।

রোকেয়া হলের শিক্ষার্থী নুসরাত জাহান গনমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।

এর আগে রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ' মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ' এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা