ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছে : অধ্যাপক ইউনূস ঋণ পরিশোধ অব্যাহত থাকলেও বাড়ছে আদানির হুমকি ৪ মামলায় খালাস পেয়েছেন ইসলামিক বক্তা মাদানী ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে আপিল বিভাগে ধর্ষণ থেকে শুরু করে লাশে আগুন দেয়া: বিভিন্ন অপরাধে ৬০০ ব্রিটিশ পুলিশ বরখাস্ত ট্রাম্পের ফিরে আসায় ভারত-বাংলাদেশের রাজনীতি কতটা আশঙ্কাজনক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার ‘জীবনে সৎ হবার জন্য নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট’

ইউরো থেকে রোনালদোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স

শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি স্পট কিক ঠেকিয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুলেছিলেন ডিয়েগো কস্তা। সেমিতে ওঠার
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৪, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৪, সকাল ৯:৩৩ সময়
ইউরো থেকে রোনালদোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স
শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি স্পট কিক ঠেকিয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুলেছিলেন ডিয়েগো কস্তা। সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষেও একই পরীক্ষার মুখোমুখি হন পর্তুগিজ গোলরক্ষক। এবার আর পারলেন না দলকে টেনে নিতে। জোয়াও ফেলিক্সের মিসে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। সেইসঙ্গে ইউরো মঞ্চ থেকে বিদায় ঘটেছে রোনালদোরও। পর্তুগিজ কিংবদন্তি আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো।
জার্মানির হামবুর্গে গোলশূন্য সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না মেলায় পেনাল্টি শট আউটে যেতে হয় দুদলকে। সেখানে শেষ হাসিটা হাসে ফ্রান্স। ৫-৩ গোলে জিতে সেমি নিশ্চিত করেছেন কাইলিয়ান এমবাপের দল।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মিউনিখে সেমির লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আসরের প্রথম কোয়ার্টারে জার্মানিকে ২-১ গোলে হারায় স্পেন।

আক্রমণ-প্রতি আক্রমণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুদলের। প্রথমার্ধে অবশ্য গোলরক্ষকদের পরীক্ষা বেশি দিতে হয়নি। বিরতির পর দুদলই বেশ কয়েকবার গোলরক্ষকদের পরীক্ষায় নেয়। ডিয়েগো কস্তা ও মাইক ম্যাগনান দুজনেই উতরে যান তাতে। গোলরক্ষকদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও অ্যাটাকারদের সুযোগ হাতছাড়ার মহড়ায় মুল সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও মেলেনি ফলাফল।

খেলা টাইব্রেকারে গড়ালে প্রথম দুটি করে স্পট কিকে দুদলই জালের দেখা পায়।তৃতীয়টিতে ফ্রান্স গোল আদায় করলেও ব্যর্থ হন জোয়াও ফেলিক্স। বাঁ পাশে নেয়া নিচু শট ফিরে যায় গোলবারে লেগে। পরের শটে দুদলই গোল আদায় করে। পঞ্চমটিতে ফরাসিরা জালের দেখা পেলে আনন্দে মাতেন এমবাপেরা। পর্তুগিজদের আর শেষ শটটি নিতে হয়নি। তার আগেই মেলে ফলাফল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর!

নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর!