ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রিহ্যাব নির্বাচনে প্রথম ঘণ্টায় পড়লো ১৩১ ভোট

দেশের আবাসন খাত ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
রিহ্যাব নির্বাচনে প্রথম ঘণ্টায় পড়লো ১৩১ ভোট ছবি : সংগৃহীত
দেশের আবাসন খাত ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণমূলক ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।  নির্বাচনের প্রথম ঘন্টায় ১৩১ ভোট প্রদান করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ পূর্বনির্ধারিত সময়সুচি অনুযায়ী কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) সকাল ১০টায় শুরু হয়। বিরতিহীনভাবে নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৭জন। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে চারটি প্যানেলে হয়েছে। প্যানেলগুলোর মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা প্যানেল’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল

যেভাবে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েন নাসা নজরুল