ঢাকা | |

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের লক্ষ্যে, দ্রুতই তফসিল ঘোষণা হবে : সিইসি

রাষ্ট্রপতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন,
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ২:৩৫ সময়
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের লক্ষ্যে, দ্রুতই তফসিল ঘোষণা হবে : সিইসি ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ নির্বাচনের সকল প্রস্তুতি কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে।

বৃহস্পতিবার ( ৮ নভেম্বর)  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সিইসি। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে এদিন দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ কবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।  

গত ৫ নভেম্বর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্ধারণ করে রাষ্ট্রপতির দপ্তর। এ বৈঠকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন তারিখের সম্মতি নিয়ে আসে ইসি।

সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস