ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে ২ দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে ২ দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার সময় ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৩০ জন লোক আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংবাদ পেয়ে ভাঙ্গা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী জানায়, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সাথে একই গ্রামের আসাদ মেম্বারের দলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে সাউন্ডবক্স বাজাতে থাকে। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স আস্তে বাজাতে বললে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সাউন্ডবক্স বন্ধ করতে পুলিশকে খবর দেয়া হয়। রাতে পুলিশ এসে সাউন্ড বক্স বন্ধ করে। 

এরই জেরে রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে ৩টি দাঁত ভেঙে দেয় মনিমোল্লার লোকজন। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। এ সময়, ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন গ্রামবাসী আহত হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, সিঙ্গারিয়া গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত

৩ ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ হবে, গুরুত্বপূর্ণ আরো ৭ সিদ্ধান্ত